
দেশ যতবেশী ডিজিটালাইজড হবে দুর্নীতি ততবেশী কমে আসবে: গাজীপুর জেলা প্রশাসক
জাহিদ হাসান ভূঁইয়াস্টাফ রিপোর্টার ॥গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বলেন, আমরা যদি দুর্নীতি এবং অর্থ পাচার প্রতিরোধ করতে পারি তবে নির্ধারিত সময়ের অনেক আগেই উন্নত জাতিতে উন্নীত হতে সক্ষম হব। দেশ যতবেশী ডিজিটালাইজড হবে দুর্নীতি ততবেশী কমে আসবে। আজ বুধবার দুপুরে ‘শুদ্ধাচারেই পূণরুদ্ধার’ এবং ‘কোভিড-১৯ মোকাবিলায় চাই, দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা: দুর্নীতি থামাও, জীবন…