
কাপাসিয়ায় ফেসবুক কমেন্টসকে কেন্দ্র করে নিহত ৩
আকরাম হোসেন রিপনকাপাসিয়া থেকেগাজীপুর: এক নারীর ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর কমেন্টস করার জেরে গত শনিবার রাতে সন্ত্রাসী হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরো ২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল হতে জনতা ছয়জনকে আটক করে পুলিশে সোর্পোদ করেছেন। নিহতরা হলেন উপজেলার দক্ষিণগাঁও চরপাড়াএলাকার মৃত হিরন মিয়ার পুত্র রবিন (১৫), একই এলাকার মৃত আলম মিয়ার পুত্র নাঈম…