
আইসিটিইএসবি এর আয়োজনে “সাইবার ওয়ার্ল্ড রিস্ক এন্ড পসিবিলিটিস” সেমিনার অনুষ্ঠিত।
আজ বিকেল ৪ ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “সাইবার ওয়ার্ল্ড রিস্ক এন্ড পসিবিলিটিস” শীর্ষক সেমিনার। জয়েন সেক্রেটারি আশফাকুর রহমানের এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন ও সহ সভাপতি মোঃ…