
ছেলের পর এসএসসি পাস, ফলে এগিয়ে বাবা
স্টাফ রিপোর্টার:গাজীপুর: কালিয়াকৈরে ৪২ বছরে মো. রকি ফকির এসএসসি পাস করেছেন। এ বছর তার ছেলে রিয়াদুল ইসলাম রোহানও এসএসসি পাস করেছে। তবে ছেলের চেয়ে বাবা পরীক্ষার ফল ভালো করেছেন। বাবা পেয়েছেন জিপিএ ৪.৫৫। আর ছেলে পেয়েছে জিপিএ ৩.৭২।গত রোববার (২৩ জুন) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ হলে রকি ফকির উপজেলার ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়…