সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > অতীত ভুল শোধরাতে চান কিউইরা

অতীত ভুল শোধরাতে চান কিউইরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ উপমহাদেশ সফরে বারবার স্পিনে হার মেনেছে নিউজিল্যান্ড দল। ২০১০ সালের ওয়ানডে সিরিজে ৪-০ জয় পান স্বাগতিক বাংলাদেশ। এবার সে ভুল শোধরাতে চান কিউইরা। তাই বুধবার বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া সিরিজে স্পিনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম।

দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার ইশ সোধির কথা উল্লেখ করে বলেন, ‘যদি সে এ টেস্টে সুযোগ পায় তাহলে সে খুব ভালো করবে। কারণ সে ব্যাতিক্রমী ও মেধাবী। তার বোলিং স্টাইল বৈচিত্রময়’। এসময় ইশ সোধিকে নিয়ে ড্যানিয়েল ভেট্টরির প্রশংসারও উল্লেখ করেন তিনি।

বুধবার প্রথম টেস্টের আগে মঙ্গলবার জহুরুল হক চৌধুরী স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কিউই এ অধিনায়ক বলেন, ‘২০১০ সালের সিরিজে বাংলাদেশের বিপক্ষে আমরা হেরেছিলাম। এ হারের পেছনে সাকিবের ভালো পারফরম্যান্স আমাদের কাবু করেছে।

সে এখন আরো পরিনত। তাই এবার তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এছাড়া গতবারের ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ওই সময় আমাদের প্রস্তুতিও খারাপ ছিল। আমরা ২০১০ সালের আর পূনরাবৃত্তি দেখতে চাই না।’

২০১২ সালের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান নেন হার্ডহিটার এ ব্যাটসম্যান। এবারও বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করেন। প্রথম টেস্টেই জয় তুলে নিতে চান কিউই দলের এ অধিনায়ক।

বললেন, ‘এবার আমাদের জন্য একদিনের ম্যাচ ও টি-২০ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জয় নিশ্চিত করা। এটাই দলের প্রত্যাশা। এজন্য আমরা ভালো ভাবেই প্রস্তুত।’

২০১০ সালের সফরে নিউজিল্যান্ডকে কাবু করা সাকিব আল হাসান ও বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবালের কথা উল্লেখ করে ব্র্যান্ডন ম্যাককালাম বলেন, ‘বাংলাদেশ দলে রয়েছে সাকিব, তামিমের মতো বিপজ্জনক খেলোয়াড়। যারা যে কোন সময় বড় পার্থক্য গড়ে দিতে পারে। সাকিবকে আইপিএলে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এর সামর্থ্য সম্পর্কে আমার জানা আছে।’

কিউই দলের এ অধিনায়ক বলেন, ‘ইশ সৌধি ছাড়া বৈচিত্র্যের দাবিদার এমন খেলোয়াড়ের তালিকায় রয়েছে ডেন ব্রোনিল এবং কোরে এন্ডারসন। অলরাউন্ডার হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে এই দুইজনের নাম আমরা টপ সিক্সে রাখব। এই দুইজনের মধ্যে যে মিডল অর্ডারের চাহিদা পূরণ করবে এবং বাংলাদেশি স্পিনের বিরুদ্ধে ভালো করবে তাকেই আমরা মাঠে নামাব।’

নিজেদের মাঠে স্বাগতিক বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন ম্যাককালাম। বললেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ আমাদের জন্য অসম্ভব কঠিন প্রতিপক্ষ। এখানে গরম বেশি। যা আমাদের প্রতিকূলে। এখানে খেলাটা আমাদের জন্য কঠিন। তবুও মানিয়ে নেয়ার চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘সোহাগ গাজী, এনামুল হক ও রবিউল ইসলামের মতো বাংলাদেশ দলে কিছু নতুন মুখ রয়েছে। যাদের বিপক্ষে খেলা হয়নি। কিন্তু তারা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ভালো করেছে। তাদের ফুটেজ পাওয়াও কঠিন। তাই তাদের খেলার ভিডিও দেখার সুযোগ হয়নি। তাদের সম্পর্কে শতভাগ ধারণাও আমাদের নেই। আমরা তাদের নিয়ে সতর্ক।’

এ পর্যন্ত ৭৭ টেস্টে ৬ সেঞ্চুরি ও ২৮ হাফসেঞ্চুরিসহ ৩৫.৩৮ গড়ে ৪৪৫৯ রান করেছেন উইলিয়ামসন। পাশাপাশি ২১৮ ওয়ানডেতে করেছেন ৪৯৫২ রান। সেঞ্চুরি ৪, হাফসেঞ্চুরি ২৫ এবং গড় ৩০.৭৫। ম্যাককালামের হাত ধরে বাংলাদেশ সফরে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন কিউইরা।