বুধবার , ১৫ই মে, ২০২৪ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৬ই জিলকদ, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন প্রকল্পের ২৩টি ব্রিজ এবং ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করবেন ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের ৪ লেন প্রকল্পের আওতায় ২৩টি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর ফলে ঈদযাত্রায় অনেকটা যানজটমুক্ত ভ্রমণের সুবিধা পাবেন উত্তরবঙ্গসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ। ২০১৬ সালে শুরু হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। সূত্র : সময় টিভি