রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ , ১৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > বিনোদন > আবারও স্ত্রীর গল্পের নায়ক অপূর্ব, সঙ্গে মেহজাবিন

আবারও স্ত্রীর গল্পের নায়ক অপূর্ব, সঙ্গে মেহজাবিন

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
স্ত্রী নাজিয়া হাসান অদিতির গল্পে আবারও অভিনয় করলেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটির নাম ‘চারুর বিয়ে’। যার চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে প্রধান দুই চরিত্রে থাকছেন ‘বড় ছেলে’-খ্যাত অপূর্ব ও মেহজাবীন জুটি। বিভিন্ন চরিত্রে আর অভিনয় করেছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ।

আরিয়ান জানান, গেল তিন দিন ধরে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এরমধ্যে চিত্রনাট্যের প্রয়োজনে যেতে হচ্ছে ঢাকার বাইরেও। কারণ কাজটি অনেক বড় পরিসরে নির্মিত হচ্ছে।

আরিয়ান বলেন, ‘এটা মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটিবদলের মধ্যদিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সত্যি বলতে, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাকভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষ ইনভল্ব আছি। এমনকি ভাবী (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। হয়তো দারুণ কিছুই হতে যাচ্ছে।’

এদিকে ‘চারুর বিয়ে’ প্রসঙ্গে এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গানের পাশাপাশি এখন আমরা নাটক প্রযোজনা শুরু করেছি। ফলে গানের মতো নাটকেও ভালো কিছু উপহার দিতে চাই। ‘চারুর বিয়ে’ এমনই একটা কাজ, যেখানে ভালো গল্প, মেধাবী নির্মাতা আর সৎ অভিনয়শিল্পীদের অপূর্ব সমন্বয় রয়েছে। আমার বিশ্বাস, এবারের ভ্যালেন্টাইনে সেরা উপহার হবে এই নাটকটি।’

এর আগে গত ভালোবাসা দিবসে স্ত্রী নাজিয়ার লেখা ‘তুমি বললে’ শিরোনামের নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। ‘চারুর বিয়ে’ হবে অপূর্ব অভিনীত নাজিয়ার লেখা দ্বিতীয় নাটক। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে ‘চারুর বিয়ে’।