সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > খেলা > আর্জেন্টাইন সুপারস্টার মেসি যে কারণে বিশ্বসেরা

আর্জেন্টাইন সুপারস্টার মেসি যে কারণে বিশ্বসেরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
স্বপ্নের মতো দুটি মৌসুম কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমে ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, দেশকে জিতিয়েছেন ইউরো। এবার ক্লাবের হয়ে মূল দুটি শিরোপাই জিতেছেন। কনফেডারেশনস কাপ জিততে না পারলেও সেমিতে তোলার মূল কারিগর ছিলেন তিনিই। এ বছরের সেরা ফুটবলারের পুরস্কারে এক হাত দিয়ে রেখেছেন পর্তুগিজ অধিনায়ক।
তবে এমন উজ্জ্বল পারফরম্যান্সেও একজনকে সন্তুষ্ট করতে পারেননি তিনি। পেপ গার্দিওলার চোখে রোনালদো নন, লিওনেল মেসিই এ প্রজন্মের সেরা।
মেসির প্রতি আলাদা টান থাকারই কথা গার্দিওলার। এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকলেও কোচিংয়ের শুরুটা তাঁর বার্সেলোনাতে। চার মৌসুমে কাতালান ক্লাবটির দায়িত্বে থেকে দলকে বিশ্বসেরা বানিয়েছিলেন। মেসিও টানা চার বছর ব্যালন ডি’অর জিতে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। তাই গার্দিওলা যখন বলেন, ‘আমার দেখা সেরা খেলোয়াড় মেসি’, বিস্ময় জাগে না।
গার্দিওলা ভালোই জানেন, তাঁর এই দাবিকে প্রিয় ছাত্রের প্রতি ভালোবাসা হিসেবে ধরে নেবেন সবাই। তাই যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কেন রোনালদো নন, মেসিই সবার সেরা, ‘ওর (মেসির) সবচেয়ে ভালো দিক হলো, সে কী করছে সেটা ব্যাপার না। বরং সে যা করে, সেটাকেই এত সহজ মনে হয়! সে তিন বা চারজনকে ড্রিবল করে বেরিয়ে যেতে পারেÑএ ক্ষমতা তাকে সেরা বানায়নি। সে এ কাজে বিশ্বের অন্য সবার চেয়ে ভালো, এটাই তাকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে।’ সূত্র: গোল ডট কম