রবিবার , ১২ই মে, ২০২৪ , ২৯শে বৈশাখ, ১৪৩১ , ৩রা জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > উচ্চ আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলা জট

উচ্চ আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলা জট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার ৪৫ বছরেও উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নেই কোনো আইন। ফলে বিচারক সংকটে উচ্চ আদালতে ক্রমেই বাড়ছে মামলার জট। ফলে দক্ষ ও যোগ্যদের প্রাধান্য দিয়ে দ্রুত বিচারক নিয়োগের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলছেন- বিচারপতি নিয়োগে বর্তমান সরকারের মেয়াদেই আইন করতে যাচ্ছে সরকার।

মামলা জট বিচার বিভাগের সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিবছর যে পরিমাণ মামলা নিষ্পত্তি হয়, তার চেয়ে মামলা দায়ের হয় বেশি। সুপ্রিম কোর্টের সবশেষ পরিসংখ্যান বলছে, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৪ হাজার। বিপরীতে বিচারপতি আছেন মাত্র ৮ জন।

হাইকোর্ট বিভাগের পরিসংখ্যান বলছে, বর্তমানে বিচারাধীন প্রায় ৫ লাখ মামলার বিপরীতে বিচারপতি আছেন ৮৭ জন। এমন বাস্তবতায় মামলা জট কমাতে হলে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবি, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার।

আইনমন্ত্রী জানান, এ নিয়ে কাজ শুরু হয়েছে। বর্তমান সরকারের মেয়াদ শেষের আগেই তা চূড়ান্ত করা হবে। আর বিচারক নিয়োগের ক্ষেত্রে দক্ষতার ওপর গুরুত্ব দিলেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তার মতে, সৎ যোগ্য ও দক্ষ বিচারপতি নিয়োগ না হলে আখেরে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।