বুধবার , ১৫ই মে, ২০২৪ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৬ই জিলকদ, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > এয়ারটেলের টেরেস্ট্রিয়াল অপটিকাল ফাইবার ক্যাবল চালু

এয়ারটেলের টেরেস্ট্রিয়াল অপটিকাল ফাইবার ক্যাবল চালু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী উচ্চ মতা সম্পন্ন টেরেস্ট্রিয়াল অপটিকাল ফাইবার লিংক চালু করেছে।
পশ্চিম বাংলার (ভারত) বনগা থেকে পেট্রাপোল-বেনাপোল বর্ডার পর্যন্ত বিস্তৃত এই লিংকটি উভয় দেশের মধ্যবর্তী ভয়েস ও ডাটা সংযোগ ব্যবস্থা এবং বাংলাদেশের সঙ্গে বাকি বিশ্বের ট্রানজিট ট্রাফিক আরো উন্নত করবে।
এছাড়াও এই লিংকটি, আসন্ন থ্রিজি সেবার জন্য শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো এবং উচ্চ ব্যান্ডউইথ প্রদান করতে সম হবে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর সিইও ক্রিস টবিট বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার চালুকৃত এই টেরেস্ট্রিয়াল অপটিকাল ফাইবার, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশ, উন্নত ভয়েস ও ডাটা সেবাসহ বিশ্বব্যাপী সংযোগ স্থপান করতে সম হবে।’
এয়ারটেলের স্থানীয় ও বৈশ্বিক অত্যাধুনিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত এই ক্যাবল এন্টারপ্রাইজ ও ক্যারিয়ার গ্রাহকদের জন্য বাংলাদেশ এবং প্রধান ব্যবসায় কেন্দ্র যেমন- সিঙ্গাপুর, লন্ডন, চেন্নাই, মুম্বাই ও লস অ্যাঞ্জেলেস এর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনে সহায়ক হবে।
এই ক্যাবলটি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) লাইসেন্সধারী দ্বারা, বেনাপোল বর্ডার থেকে ঢাকা পর্যন্ত স্থাপিত  ফাইবার ব্যাকবোনের সঙ্গে সংযুক্ত।
বাংলাদেশে আগত এই বিকল্প আন্তর্জাতিক গেটওয়ে ডুয়াল প্যাথ কানেক্টিভিটি প্রদান করে যা ‘হাই আপটাইম’ ও ‘সার্ভিস লেভেল’ নিশ্চিত করে।
ভয়েস ও ডাটা সেবা ছাড়াও, এই লিংক ব্যবহার করে বাংলাদেশের এন্টারপ্রাইজগুলো  এয়ারটেলের বিপুল সংখ্যক আইসিটি ভিত্তিক অ্যাপ্লিকেশন গ্রহণ করতে পারবে এবং মিডিয়া ডিস্ট্রিবিউশন ও ডিজিটাল সাইনেজ এর মতো ডিজিটাল মিডিয়া এক্সচেঞ্জ সেবা ব্যবহার করতে পারবে।
পুরো ভারত জুড়ে গ্রাহকদের জন্য এয়ারটেলের নেটওয়ার্কের ১৭১,৬১০ আরকেএম অপটিকাল ফাইবার রয়েছে। যেখানে বিশ্বব্যাপী এই নেটওয়ার্ক  ২২৫,০০০ আরকেএম যা ৫০টি দেশ ও ৫ টি মহাদেশ পর্যন্ত বিস্তৃত।
এই নেটওয়ার্কের আওতায় রয়েছে ভারতী’র চেন্নাই ও সিঙ্গাপুর সংযোগ স্থাপনকারী আইটুআই সাবমেরিন ক্যাবল, এসএমডব্লিউ কনসোর্টিয়াম যা চেন্নাই ও মুম্বাই এর সঙ্গে সিঙ্গাপুর ও ইউরোপের সংযোগ স্থাপন করে, এশিয়া আমেরিকা গেটওয়ে (এএজি), ইন্ডিয়া মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ (আইএমইডব্লিউই), ইউনিটি, ইআইজি (ইউরোপ ইন্ডিয়া গেটওয়ে) এবং ইস্ট আফ্রিকা সাবমেরিন সিস্টেম (ইএএসএসওয়াই)।
ভারতী এয়ারটেলের সরাসরি টেরেস্ট্রিয়াল ক্যাবল সংযোগ রয়েছে চীন, নেপাল, পাকিস্তান ও ভূটানের মতো সার্ক দেশগুলোর সঙ্গে।