বুধবার , ১৫ই মে, ২০২৪ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৬ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > কঙ্গোতে নিখোঁজ দুই জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার

কঙ্গোতে নিখোঁজ দুই জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
চলতি মাসে কঙ্গোর সহিংসতা কবলিত মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসাইয়ে নিখোঁজ জাতিসংঘের দুই তদন্তকারী কর্মকর্তা ও তাদের এক দোষাভীর লাশ পেয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

মঙ্গলবার এ কথা জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী ল্যাম্বার্ট মেনদে।

যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল শার্প ও সুইডেনের নাগরিক জাইদা ক্যাটালান কঙ্গোর ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ একটি দলের হয়ে দেশটিতে গিয়েছিলেন।

কাসাই প্রদেশে সরকারবিরোধী সহিংস এক অভ্যুত্থান শুরু হওয়ার পর চার কঙ্গোলিজ সঙ্গীসহ ১২ মার্চ তারা নিখোঁজ হন।

বিশেষজ্ঞদের দলটি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন গ্রামবাসীরা তার কাছের একটি এলাকার একটি কবরে দুই ককেশীয় ও এক কঙ্গোলিজের লাশ দেখতে পায় বলে জানিয়েছেন মেনদে।

সোমবার পুলিশ রাজধানী কিনশাসার কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। এরপর লাশগুলো শনাক্ত করার জন্য প্রাদেশিক পুলিশ কমিশনারসহ একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, জাতিসংঘের নিখোঁজ দুই তদন্তকারীর দেহাবশেষ কঙ্গোতে পাওয়া গেছে। জাতিসংঘ বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স/ বিডিনিউজ