রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > খেলা > ক্যাচ ধরে রেকর্ড গড়লেন নারী ক্রিকেটার

ক্যাচ ধরে রেকর্ড গড়লেন নারী ক্রিকেটার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
সবচেয়ে লম্বা ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলীয় নারী ক্রিকেটার আলিসা হিলি। আর এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে গিনেস বুকে নাম লেখালেন ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের এই গুরুত্বপূর্ণ সদস্য।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮২.৫ মিটার লম্বা ক্যাচ ধরেন হিলি। তবে এটা কোনও ক্রিকেট ম্যাচ নয়, বিশ্বরেকর্ড সম্মান প্রদানকারী সংস্থা গিনেসের পক্ষ থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই বিশেষ আয়োজন করা হয়।

মাটি থেকে ৮০ মিটার উচ্চতায় ড্রোনের মাধ্যমে ক্রিকেট বল নিক্ষেপ করা হয়। প্রথম দুইবার ব্যর্থ হলেও তৃতীয়বারের প্রচেষ্টায় সেই বল তালুবন্দী করতে সক্ষম হন অস্ট্রেলিয়া নারী দলের এই সদস্য।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করে হিলি আইসিসির টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের খেতাব পান। বৃহস্পতিবার লম্বা ক্যাচ ধরার মধ্য দিয়ে হিলি ছাপিয়ে যান ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস্টান বাউমগার্টনারকে। ৬২ মিটার উচ্চতা থেকে ক্যাচ ধরে এতদিন বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন ক্রিস্টান।

তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন ৪৯ মিটার থেকে ক্যাচ ধরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।