সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > ক্যাফেটেরিয়ায় তালা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

ক্যাফেটেরিয়ায় তালা, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

জা.ক.কা.ন.ই.বি. ত্রিশাল (ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জা.ক.কা.ন.ই.বি.) চক্রবাক ক্যাফেটেরিয়ায় অনেকদিন থেকে ঝুলছে তালা। আর এতে বিপাকে পড়েছে ব্শ্বিবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়ার বিকল্প হিসেবে নির্ভর করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরের হোটেলগুলোর উপর। যেখানে খাবারের মান এবং দাম নিয়ে রয়েছে নানা অসন্তোষ।

বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাসুদ রানা তালাবন্ধ ক্যাফেটেরিয়া ‘চক্রবাক’ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাফেটেরিয়া বিষয়ে জানতে চাওয়া হলে রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের ভোগান্তির কথা মেনে নিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত ক্যাফেটেরিয়া সমস্যার সমাধান করবে।’