সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত

গাজীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত

শেয়ার করুন


স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে ওহিদুল ইসলাম (২৭) নামে একজন ড্রাম ট্রাক চালক নিহত হয়েছেন। গত বুধবার (২৪ এপ্রিল) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ড্রাম ট্রাকচালক কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাথিয়ান গ্রামের আবু তালেব বিশ্বাসের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় একটি মাটি বোঝাই ট্রাক মহাসড়কের ওপর বিকল হয়ে যায়। পরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে আরেকটি বালু ভর্তি ড্রাম ট্রাক এসে ধাক্কা দেয়। এ সময় ড্রাম ট্রাকের সামনে দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলেই ড্রাম ট্রাক চালক ওহিদুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ট্রাক দু’টিকে আটক করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ জানান, হোতাপাড়া এলাকায় ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দু’টি ট্রাক আটক করা হয়েছে। নিহত ওহিদুল ইসলাম এর মরদেহ উদ্ধার করে আইন গত ভাবে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।