রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় গরুচোরের মামলা!

গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় গরুচোরের মামলা!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: খুলনায় ছাগল কাহিনির রেশ কাটতে না কাটতেই এবার গাজীপুরে সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে।

গরু চুরিতে অভিযুক্ত কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার সুমন বেপারী বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর আদালতে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন স্থানীয় অনলাইন পত্রিকা বিজ্ঞাপন চ্যানেল ডটকমের এডিটর-ইন-চিফ সাইফুল ইসলাম মোল্লা, এলাকার স্বপন ফরাজী, আলম ও ইয়াহিয়া।

বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্ত চলছে।

গত ২৬ আগস্ট ওই ইউনিয়নের চরদুর্লভ খাঁ গ্রামের ফরাজী বাড়ির জামাই আবদুল মতিনের পাশের বাঘুয়া থেকে বর্গা নেওয়া একটি গরু চুরি হয়।

পরে তিনি পায়ের চিহ্ন দেখে সুমন মেম্বারের বাড়িতে গিয়ে রান্নাঘরে গরু লুকানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লোকজন গরুটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন।

এ নিয়ে বিজ্ঞাপন চ্যানেলসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চলে ব্যাপক তোলপাড়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন মেম্বার মামলার হুমকি দেন।