সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > গাযায় নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু

গাযায় নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিসরের মধ্যস্থতায় সোমবার থেকে গাযায় নতুন করে বাহাত্তর ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ।

ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার কায়রোতে দীর্ঘস্থায়ী একটি সমাধানের ব্যপারে আলোচনায় দেশটি তাদের প্রতিনিধি পাঠাবে।
এদিকে, শুক্রবার সর্বশেষ যুদ্ধবিরতি শেষ হবার পর ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত কুড়ি জন মানুষ প্রাণ হারিয়েছেন।
রোববার কায়রোতে দিনভর আলোচনার পর মিসরিয় মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় নতুন করে তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ।
মিসরের মধ্যস্থতাকারীরা আশা করছেন এটি দীর্ঘস্থায়ী একটি সমাধানের পথ প্রশস্ত করবে।
এদিকে, রোববার মিসরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ঐক্যমতে পৌছতে উভয় পক্ষই বেশ সময় নেয়।
তবে, হামাসের একজন মুখপাত্র জানিয়ে দেন ইসরায়েলের অবস্থানের ওপরেই তাদের সম্মতির বিষয়টি নির্ভর করছে।
হামাসের মুখপাত্র আবু জাহরি বলেছেন যে, মিসরের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি বিশ্লেষণ করে দেখছি আমরা।
আর পুরো বিষয়টি নির্ভর করবে ইসরায়েলের অবস্থানের ওপর, তারা যুদ্ধবিরতি মেনে চললে আমরাও তাই করব।
পরে উভয় পক্ষই নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়।
ইসরায়েল জানিয়েছে নতুন যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার দীর্ঘস্থায়ী একটি সমাধানের ব্যপারে কায়রোতে আলোচনার জন্য দেশটি তাদের প্রতিনিধি পাঠাবে।
এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন হামাস রকেট ছোড়া বন্ধ না করলে তারা কোন আলোচনায় অংশ নেবে না।
জেরুজালেম থেকে বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, সোমবারের ঐ আলোচনায় ইসরায়েল গাযার বেসামরিকিকরণ এবং হামাস ঐ অঞ্চল থেকে ইসরাইলী অবরোধ প্রত্যাহারের দাবী নিয়ে বসবে।
গত এক মাসে ইসরায়েলি হামলায় গাযায় একহাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
অন্যদিকে, তিনজন বেসামরিক নাগরিকসহ মোট সাতষট্টিজন ইসরায়েলি প্রাণ হারিয়েছে।