সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীর অনুসারীকে ছুরিকাঘাত, আটক ৫

চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীর অনুসারীকে ছুরিকাঘাত, আটক ৫

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের এক অনুসারীকে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের বিদ্রোহী প্রার্থী দিদারুল আলম মাসুমের পাঁচ অনুসারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর নগরীর খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান। ছুরিকাহত যুবকের নাম আলমগীর।

স্থানীয় সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আলমগীরের মা আগ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে মাকে দেখে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রাতেই খুলশি থানা পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহেদ ও হানিফ নামে দুজনসহ পাঁচজনকে আটক করেছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।

ওসি মো. শাহীনুজ্জামান জানান, ‘আটক জাহেদ প্রয়াত ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে খুলশি থানায় হত্যা, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে। আটক হানিফসহ বাকি তিনজনের বিরুদ্ধেও খুলশি থানায় একাধিক মামলা রয়েছে। তারা দুজনই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী৷ ছুরিকাহত যুবক একই এলাকার আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের অনুসারী।’

জানা যায়, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আবুল হাসনাত মো. বেলালকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এফ কবির মানিক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। যার জেরে লালখান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাসুম ও বেলালের অনুসারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।