সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > চলচ্চিত্রে ফেরার সম্ভাবনা নেই সাহারার!

চলচ্চিত্রে ফেরার সম্ভাবনা নেই সাহারার!

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

অনেকদিন ধরে চিত্রনায়িকা সাহারার কোনো খোঁজ নেই। বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত আছেন তিনি। যে কারণে নতুন কোনো চলচ্চিত্র অভিনয়ে দেখা যায় না তাকে। এমনকি চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দীর্ঘদিন তার উপস্থিতি নেই। তবে তার ভক্ত-দর্শকরা ঠিকই তাকে খুব মিস করেন। মিস করেন সহকর্মীরাও। সাহারাও তার ফেলে আসা চলচ্চিত্র জীবনকে প্রায়শই খুব মিস করেন। এদিকে আদৌ চলচ্চিত্রের অভিনয়ে তার ফেরা হবে কী না সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে আগামী ৫ই মে অনুষ্ঠেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি বিএফডিসিতে আসবেন এমনটাই গতকাল সকালে জানালেন।

সাহারা বলেন, বিয়ের পর থেকে এ পর্যন্ত নানা অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত পেয়েছি। চলচ্চিত্রের মানুষেরা আমাকে ভোলেনি, তা আমি অনুভব করি। আমিও খুব মিস করি সেসব ফেলে আসা দিনগুলো। যদি আল্লাহ সুস্থ রাখেন তবে ইচ্ছে আছে ৫ই মে বিএফডিসিতে যাবো। ইচ্ছে আছে ভোট দেবার। আমি চাইবো যারা সত্যিকার অর্থেই শিল্পীদের জন্য কাজ করবেন, শিল্পী সমিতির উন্নয়নে কাজ করবেন তারাই যেন জয়লাভ করেন।

উল্লেখ্য, ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনায় ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে সাহারার অভিষেক হয়। ২০০৮ সালে বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রের ব্যাপক সাফল্যে আলোচনায় আসেন সাহারা। এটি ২০০৮ সালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। শুরু হয় সাহারার নায়িকা জীবনের নতুন অধ্যায়। যে অধ্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক নির্মাতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজী হায়াৎ, কমল সরকার, স্বপন চৌধুরী, শেখ নজরুল ইসলাম, গাজী মাহবুব, আহমেদ নাসির, রয়েল বাবু, চন্দন চৌধুরী, শাহ মো. সংগ্রাম, শাহীন সুমন ও এম বি মানিকসহ আরো অনেকে। সাহারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালো বাসতেই হবে’।

খুব ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। আর সে সুবাদেই একসময় পরিচয় হয় পরিচালক লিটনের সঙ্গে। সাহারা প্রায় ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে আর ফিরবেন কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত কোনো সম্ভাবনা নেই।