সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > সারাদেশ > ছাত্রদের মাদকমুক্ত ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে ছাত্র আন্দোলন একমাত্র সংগঠন : ফয়জুল করীম

ছাত্রদের মাদকমুক্ত ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে ছাত্র আন্দোলন একমাত্র সংগঠন : ফয়জুল করীম

শেয়ার করুন

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশের সকল ছাত্রদের মাদকমুক্ত রাখতে, তাদের জীবনে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হলো একমাত্র সংগঠন। ইসলামী আন্দোলন হলো মেধাবীদের সংগঠন। জাহেলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের আন্দোলন। খেলাফায়ে রাশেদার নমুনা ও সাহাবায়ে কেরামের অনুসরণ পথে ব্যক্তি জীবন গঠন ও সমাজের সর্বস্তরে বিরাজমান রাখতে হবে। যোগ্য নেতার নেতৃত্বে সুচিন্তিত কর্মসূচির অধীনে কর্মীবাহিনীর সমুন্নয়ের ধারাবাহিক আন্দোলন হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ আজাদ কমিউনিটি সেন্টারে কালীগঞ্জ পূর্ব-পশ্চিম ও পৌর শাখার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে নবাগত ছাত্রদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে নবাগত ছাত্রদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী মো. আতাউর রহমান। সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলার শেখ মুহাম্মদ মশিউর রহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কালীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।