মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ , ৩১শে বৈশাখ, ১৪৩১ , ৫ই জিলকদ, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‌্যাবের ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র‌্যাবের ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার  ॥
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সফলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনে এই বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কর্মকান্ড চালালে জঙ্গিরা উৎসাহিত হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে র‌্যাব সদস্যদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে  বিভাগ করার পরিকল্পনা  আমাদের আছে।

প্রধানমন্ত্রী  আরও বলেন, ‘স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাবের জন্য অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। যে কোনও অপারেশনে সমন্বয়ের প্রয়োজন। যার যেখানে যতটুকু আছে তা সহযোগিতা কররে।’