বুধবার , ১৫ই মে, ২০২৪ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৬ই জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > জাতীয় সংগীত গেয়েও গিনেস বুকে নাম লেখাবে বাংলাদেশ

জাতীয় সংগীত গেয়েও গিনেস বুকে নাম লেখাবে বাংলাদেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এবার স্থান করে নিতে চায় জাতীয় সংগীত গেয়েও। আর এ রেকর্ড গড়তে চলছে ব্যাপক প্রস্তুতি।

আগামী স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েত করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।

গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে ঢাকা সেনানিবাসে এক সমন্বয় সভায় এ সিদান্ত নেয়া হয় । এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামসহ বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা।