সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > জেনে নিন, বিয়ের বৈজ্ঞানিক উপকারীতা!

জেনে নিন, বিয়ের বৈজ্ঞানিক উপকারীতা!

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥

বিয়ের ভালোমন্দ নিয়ে রয়েছে নানারকমের গবেষণা এবং রসালো আলোচনাও। সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃৎপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই ভালো একটি বিষয়।

প্রায় পাঁচ লাখ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরও বিবাহিতরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন। বিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়, কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি আর ডায়াবেটিস।

এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের সবারই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল ও ডায়াবেটিস রয়েছে। তিন ধরনের হৃদরোগ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এসব মানুষ।

১৩ বছর সময় ধরে এই গবেষণা চালানো হয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগান। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ নেই তাদের হাতে। তবে, আলাদা থাকছেন এমন দম্পতি, ডিভোর্সড এবং বিধবা ও বিপতœীকদের ক্ষেত্রে কী হয়- তা দেখানো হয়নি এ গবেষণায়।