রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > জেলে গিয়ে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল-প্রিয়াংকা

জেলে গিয়ে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল-প্রিয়াংকা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের সুপ্রিমকোর্টে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের জামিন শুনানি আজ বুধবার।

তার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী দলের প্রবীণ নেতা এবং সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দিল্লির তিহার জেলে গিয়ে সাক্ষাৎ করেছেন।

সেখানে প্রবীণ ওই কংগ্রেস নেতার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন তারা। খবর পিটিআই ও এনডিটিভির।

পি চিদাম্বরমের ছেলে কার্তি জানিয়েছেন, তাদের মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে আলোচনা চলে। এর থেকে স্পষ্ট বার্তা এটিই পাওয়া যাচ্ছে যে কংগ্রেস দল তার সঙ্গেই রয়েছে।

২১ আগস্ট পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২০০৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য অনুমোদন দেয়ার অভিযোগ রয়েছে পি চিদাম্বরমের বিরুদ্ধে।

২৭ নভেম্বর পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার তদন্ত সংস্থা শীর্ষ আদালতে পি চিদাম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করে দাবি করেছে, তিনি ব্যক্তিগত লাভের জন্য অর্থমন্ত্রীর প্রভাবশালী পদ ব্যবহার করেছিলেন এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন।

সোমবার কংগ্রেস নেতা শশী থারুর ও মণীষ তিওয়ারিও জেলে গিয়ে সাবেক ওই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার প্রতি সহানুভূতি দেখান।