রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ , ১৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > টাংগাইলে কালিহাতী পৌরসভার প্রাক-বাজেট সভা

টাংগাইলে কালিহাতী পৌরসভার প্রাক-বাজেট সভা

শেয়ার করুন

মোঃ রেজাউল করিম
টাংগাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে পৌর মেয়রের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে ও পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলামের সঞ্চালনায় ৩৮ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ১৩৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এর মধ্যে রাজস্ব বাজেট ৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ১৩৮ টাকা ও উন্নয়ন বাজেট ৩৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

এসময় প্রাক-বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন, পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার, মোঃ দুলাল হোসেন, খন্দকার সাইদুর রহমান, আব্দুছ ছালাম, টিএলসিসি সদস্য মোঃ হোসেন আলী, ফজিলা আক্তার লিলি, যমুনা রানী ঘোষ, হেলেনা আক্তার, মোঃ নওসের আলী, আব্দুর রাজ্জাক, মনোয়ারা বেগম ও মোঃ শাহ আলম সিদ্দিকী।

এসময় পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন টাংগাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ।