সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা কেন অবৈধ নয় : হাইকোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা কেন অবৈধ নয় : হাইকোর্ট

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এবং ৩১ ধারা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৭ জানুয়ারি এই আইনের চারটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ধারাগুলো হলো- ২৫, ২৮, ২৯ ও ৩১।

আজ ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।