সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক পলাশের মোঃ শহিদুল ইসলাম

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক পলাশের মোঃ শহিদুল ইসলাম

শেয়ার করুন

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী জেলার পলাশের কৃতি সন্তান ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেলেন। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের ” প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান “যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করেন।

জানা যায়, ২০১৮ সালের রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ শহিদুল ইসলাম পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।