রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ঢাবি অধ্যাপককে বরখাস্তের আদেশ অবৈধ, চাকরিতে পুনর্বহালের নির্দেশ

ঢাবি অধ্যাপককে বরখাস্তের আদেশ অবৈধ, চাকরিতে পুনর্বহালের নির্দেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাহাদাৎ হোসেনকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন। সাহাদাৎ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও তাহসিনা তাসনিম। সাহাদাৎ হোসেনে আইনজীবী তাহসিনা তাসনিম বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে সাহাদাৎ হোসেনের পদে ফিরতে আইনগত কোনো বাধা নেই। প্রসঙ্গত, গত ৬ মার্চ যৌন হয়রানির অভিযোগে সাহাদাৎ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ-সংক্রান্ত সিদ্ধান্ত ৯ মার্চ সাহাদাৎ হোসেনের হাতে পৌঁছে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ জুন রুল দেন হাইকোর্ট। মঙ্গলবার চূড়ান্ত শুনানি নিয়ে আদালত রায় দেন।