সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > ঢাবি “খ” ইউনিটের সাক্ষাৎকার ১৫ জানুয়ারী

ঢাবি “খ” ইউনিটের সাক্ষাৎকার ১৫ জানুয়ারী

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ( সম্মান ) শ্রেনীর “খ” ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম ১- ২৫০০ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৫জানুয়ারী বুধবার কলা অনুষদের ডীনের কার্যালয়ের নীচ তলা কক্ষ নং(১০০১) গ্রহন করা হবে।

প্রতিদিন সকাল ৯.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত সাক্ষৎকার গ্রহন করা হবে। সাক্ষাৎকার চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত।

সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তির জন্য মেধাক্রম ১-৪০০০ পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২০ জনুয়ারী থেকে ২২ জানুয়ারীর মধ্যে গ্রহন করা হবে। সাক্ষাৎকারের সময়ে প্রার্থীকে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত ফরম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্রী ও ফটোকপি,উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড ও ফটোকপি, দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি অবশ্যই সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” আসন সংখ্যা ২৩০৬।