মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ , ৩১শে বৈশাখ, ১৪৩১ , ৫ই জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > দেশের জনসংখ্যার ৬০ ভাগই এখন কর্মক্ষম : গভর্নর

দেশের জনসংখ্যার ৬০ ভাগই এখন কর্মক্ষম : গভর্নর

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আমাদের মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগই এখন কর্মক্ষম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তাদেরকে দক্ষ জনবলে পরিণত করতে হবে। তবেই আমরা দ্রুত মধ্যে আয়ের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আর জনবলের দক্ষতার উন্নয়ন করতে মান ও দক্ষতাসম্পন্ন উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই। আজ শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল ও দরিদ্র পরিবারের মেধাবী ২৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন গভর্ণর। ব্যাংকটি সামাজিক কল্যাণমূলক ব্যয়ের আওতায় শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়। সাউথইস্ট ব্যাংকের প্রধান নির্বাহী সহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর কবির, সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবকরা।