রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > তথ্যপ্রযুক্তি > নজরদারি প্রতিরোধী মেসেজিং

নজরদারি প্রতিরোধী মেসেজিং

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পৃথিবীজুড়ে প্রিজম প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত অনলাইন ও ফোনালাপে মার্কিন সরকারের আড়ি পাতার খবর এখন সর্বজনবিদিত। এ প্রোপটে ব্যক্তিগত কথোপকথনকে নিরাপদ করতে চাইছেন ভোক্তারা। তাদের এই চাহিদাকে মাথায় রেখে কোম্পানিগুলোও লেগে পড়েছে নজরদারি প্রতিরোধী মেসেজিং সেবা উন্নয়নে।
অন্য মেসেজিং প্লাটফর্ম আনসেনও নতুন করে বাজার পেতে শুরু করেছে। মাইক্রোসফটের ভিডিও চ্যাটিং সেবা স্কাইপের মতো এতেও ওয়েব মেসেজিং, ভিডিওকল ও ফাইল বিনিময় করা যায়। সেবাটির উন্নয়নকারীরা জানান, আগস্টের মাঝামাঝিতে সেবাটি পূর্ণাঙ্গরূপে চালু করা হবে। এটি চালু হলে গ্রাহকরা বিনামূল্যে বিভিন্ন অনলাইন সেবা আড়ি পাতার শংকা ছাড়াই ব্যবহার করতে পারবেন। আনসেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস কিটজে জানান, স্কাইপসহ অন্যান্য ই-মেইল সেবা পরিচালিত হয় কেন্দ্রীয় একটি সার্ভার থেকে। সরকার চাইলে এসব কেন্দ্রীয় সার্ভারের তথ্য হস্তান্তর করতে পারে গুগল কিংবা ইয়াহু। তবে হেমল ডট ইসের মতোই আনসেনে বার্তার চাবিকাঠি থাকবে গ্রাহকদের হাতে। বিনামূল্যে ফাইল শেয়ারিং সাইট পাইরেট বের সহপ্রতিষ্ঠাতা পিটার সানডে জানান, তাদের হেমল ডট ইস অ্যাপটি এতই গ্রহণযোগ্য হয়েছে, চালু হওয়ার আগেই পর্যাপ্ত তহবিল পেয়ে গেছেন তারা। তাদের তৈরি হেমল ডট ইসকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে গোয়েন্দা সংস্থাগুলো কোনোক্রমেই সেগুলোয় আড়ি পাততে না পারে (সুইডিশে হেমলিস অর্থ গুপ্ত)। নতুন এই অ্যাপে ব্যবহার করা হবে এন্ড টু অ্যান্ড এনক্রিপশন পদ্ধতি। এতে শুধু প্রাপক ও প্রেরকই বার্তাটি পড়ার পাসওয়ার্ড জানবেন। সানডে বলেন, এমন একটা মেসেজিং প্লাটফর্ম তৈরি করব, যেটায় কেউ গোয়েন্দাগিরি করতে পারবে না, এমনকি আমরাও (পাইরেট বে) না। সানডে জানান, তার এ সেবায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। এ কারণে গ্রাহকদের কাছ থেকেই ১ লাখ ডলারের তহবিল জোগাড় করছেন তারা। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দাবি, এন্ড টু এন্ড এনক্রিপশন থাকায় তাদের আইমেসেজেও আড়ি পাতা সম্ভব নয়। তবে বেশ কয়েকটি েেত্র দেখা গেছে, অ্যাপল নিজেই সরকারি গোয়েন্দাদের এগুলো পড়ার সুযোগ করে দেয়। অ্যাপল আইমেসেজ সংরণ করে বিশেষ অ্যাপের মাধ্যমে সেগুলোর পাঠোদ্ধারও করতে পারে। তাতে যে কোনো হ্যাকারই সেগুলোয় আড়ি পাততে সম হয়। সানডে জানান, তাদের অ্যাপটি হয়তো শতভাগ হ্যাকারপ্র“ফ হবে না।
তবে ব্যক্তিগত মেসেজে নাক গলানো যথেষ্টই কমিয়ে আনতে পারবে এটি।