শনিবার , ১৮ই মে, ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৯ই জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে: সিইসি

নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে: সিইসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দীন আহমেদ।

মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে যারা হতাহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়া হবে। এরা কোনো সরকারের বা দলের কাজ করতে গিয়ে নয় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন।”

সিইসি বলেন, “সহিংসতা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। যারা সহিংসতা করে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না।”

এর আগে নির্বাচন ঘিরে সারাদেশ সহিংসতায় পুলিশ ও প্রিজাইডিং অফিসারসহ আহতদের খোঁজ নেন পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহনাগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

প্রসঙ্গত, নির্বাচনের সহিংসতায় এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন তিন পুলিশ ও এক প্রিজাইডিং অফিসারসহ ৩৮ জন।