রবিবার , ১২ই মে, ২০২৪ , ২৯শে বৈশাখ, ১৪৩১ , ৩রা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > পৌর নির্বাচন ৫ জানুয়ারির কলঙ্ক মোচনের শেষ সুযোগ

পৌর নির্বাচন ৫ জানুয়ারির কলঙ্ক মোচনের শেষ সুযোগ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম: নির্বাচন কমিশনের জন্য আসন্ন পৌর নির্বাচন ৫ জানুয়ারির কলঙ্ক মোচনের শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আসন্ন পৌরসভা নির্বাচনে চট্টগ্রাম বিভাগের সার্বিক চিত্র তুলে ধরতে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারিতে একটা ভোটবিহীন নির্বাচন হয়েছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আসন্ন পৌর নির্বাচন নির্বাচন কমিশনের জন্য সেই কলঙ্ক মোচনের শেষ সুযোগ। পৌর নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী না হলে ধরে নেব হারানো হয়েছে।

সরকার দলীয় নেতাকর্মীদের হাতে বিএনপি প্রার্থী ও কর্মী সমর্থকদের নির্যাতনের অভিযোগ তুলে সেনা মোতায়নের দাবি জানিয়ে করা এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কণ্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রমুখ।