রবিবার , ১২ই মে, ২০২৪ , ২৯শে বৈশাখ, ১৪৩১ , ৩রা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > প্রধানমন্ত্রীর কাছে শুল্ক সুবিধা চাইলেন ফিলিস্তিনি দূত

প্রধানমন্ত্রীর কাছে শুল্ক সুবিধা চাইলেন ফিলিস্তিনি দূত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান।

বুধবার (১১ মে) গণভবনে এ সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল। এ সময় তিনি বাংলাদেশে বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সেদেশের মানুষের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।

এছাড়া বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র আরবি অনুবাদ প্রকাশের বিষয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে।