মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ , ৩১শে বৈশাখ, ১৪৩১ , ৫ই জিলকদ, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ফের বৈঠকে খালেদা জিয়ার আইনজীবীরা

ফের বৈঠকে খালেদা জিয়ার আইনজীবীরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের প্রস্তুতি নিয়ে এবং কোন কোর্টে যাবেন সে বিষয় নির্ধারণে ফের বৈঠকে বসেছেন তার জ্যেষ্ঠ আইনজীবীরা।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবীরা। বিরতি দিয়ে দুপুর ১টার পর ফের তারা বৈঠকে বসেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

মঙ্গলবারের (২০ ফেব্রুয়ারি) মধ্যে আদালতে উপস্থাপনের জন্য পুরোদমে আপিল প্রস্তুতির কাজ করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

আপিল আবেদনের ফটোকপি, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন এবং যে কোর্টে শুনানি করবেন সেই কোর্ট নির্ধারণ করতে পারলেই মঙ্গলবার আইনজীবীরা আপিল আবেদন আদালতে উপস্থাপন করতে পারবেন।

যদি খালেদার আপিল আবেদন আইনজীবীরা মঙ্গলবার উপস্থাপন করতে পারেন তাহলে, আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ডের রায় দেন। একইসঙ্গে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

৪০৯ ও ১০৯ ধারা মোতাবেক আসামিপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।