রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ , ১৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > বয়লার বিস্ফোরণ: ক্ষতিপূরণসহ মালিককে গ্রেফতারের দাবি

বয়লার বিস্ফোরণ: ক্ষতিপূরণসহ মালিককে গ্রেফতারের দাবি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিহতের ক্ষতিপূরণ দেয়াসহ মালিককে গ্রেফতারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকে সাইফুর রহমান এ নোটিশটি পাঠান।

নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর আগে এ দুর্ঘটনায় ১০ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বিকালে সেখানে আরও দুটি লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানান দমকল বাহিনীর উপসহকারী কর্মকর্তা আকতারুজ্জামান। তিনি বলেন, আরও দুটি লাশের খোঁজ পাওয়া গেছে। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে। বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে।

দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবারও উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর সকাল ৮টার দিকে ধসে পড়া ভবনের ভেতর থেকে এক হতভাগ্য শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। বিকালে আরও দুইজনের লাশের খোঁজ মিলে