রবিবার , ১২ই মে, ২০২৪ , ২৯শে বৈশাখ, ১৪৩১ , ৩রা জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না রাশিয়া

ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না রাশিয়া

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাজনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের উচিত ভেনেজুয়েলার অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের দিকে মনযোগী হওয়া। একই সঙ্গে তাদের উচিত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপ থেকে বিরত থাকা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাতিন আমেরিকা বিভাগের প্রধান আলেক্সান্ডার শেতিনিন রোববার মস্কোয় এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক সমাজের লক্ষ্য হতে হবে ভেনেজুয়েলার আর্থ-সামাজিক সমস্যাগুলোর সমাধানে সাহায্য করা; সীমান্তের বাইরে থেকে দেশটিতে ধ্বংসাত্মক হস্তক্ষেপ করা নয়।

গতমাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছয় বছরের জন্য দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন শুরু করেন। তখন থেকে রাজধানী কারাকাসের রাজপথে মাদুরোর সমর্থক ও বিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ করে আসছেন।

এর মধ্যেই বিরোধী নেতা ও সংসদ স্পিকার হুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্র্বতী প্রেসিডেন্ট’ দাবি করে মাদুরোকে পদত্যাগের আহ্বান জানান। মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়ে ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

গুয়াইদোর ওই পদক্ষেপের ফলে দেশটিতে মারাত্মক সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ গুয়াইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।