মঙ্গলবার , ১৪ই মে, ২০২৪ , ৩১শে বৈশাখ, ১৪৩১ , ৫ই জিলকদ, ১৪৪৫

হোম > রাজনীতি > মামলা-গ্রেফতার চলছেই, ইসি নীরব ভূমিকায়: অলি

মামলা-গ্রেফতার চলছেই, ইসি নীরব ভূমিকায়: অলি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে। মামলাও চলছে। অথচ নির্বাচন কমিশন (ইসি) নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য অলির।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে ফিউশন হান্ট হোটেলে এক সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা নিয়োজিত থাকবেন, ইসিকে তাদের দায়িত্ব নিতে হবে।

২০-দলীয় জোটের এ শীর্ষ নেতা বলেন, সৎ, যোগ্য ও জনগণের মনের মানুষকেই মনোনয়ন দেয়া হবে। বিতর্কিত ব্যক্তিরা জোটের মনোনয়ন পাবেন না।

এলডিপি সভাপতি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস ও সচেতনতা।

অলি আহমেদ বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এলডিপির পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়।