সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > মালয়েশিয়ায় ট্রেড ইন বাংলাদেশ মেলা ১৫ আগস্ট

মালয়েশিয়ায় ট্রেড ইন বাংলাদেশ মেলা ১৫ আগস্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাকি বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে।
এরই ধারাবাহিকতায় বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে ১৫ থেকে ১৭ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘ট্রেড ইন বাংলাদেশ ২০১৩’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হবে।
মেলাটি আয়োজন করেছে দ্য হেড মাস্টার ইভেন্ট।
শনিবার বিকেলে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি।
মান্নান কচি বলেন, “মেলায় শুধু বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। মোট দুইশ ৪২টি স্টল থাকবে, প্রধানত তৈরি পোশাক।
এছাড়াও বাংলাদেশি ব্যাংক, আবাসন প্রতিষ্ঠান, ট্যুরিজম প্রতিষ্ঠান, হস্তশিল্প প্রতিষ্ঠান এতে অংশ নেবে। প্রায় ৩০০টি বাংলাদেশি পণ্য থাকবে। এর মধ্যে দুইশ পণ্যই থাকবে পোশাক সেক্টর থেকে।”
তিনি বলেন, “২০১২ সালে মালয়েশিয়ায় বাংলাদেশ রফতানি করেছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৬৯.১৯ মিলিয়ন ডলার রফতানি হয়েছে পোশাক খাত থেকে। দণি এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় ভারত ও পাকিস্তানের পর তৃতীয় বৃহত্তম ব্যবসায়ী অংশীদার বাংলাদেশ।”
মেলার বিস্তারিত জানা যাবে িি.িঃৎধফবরহনধহমষধফবংয.পড়স (লিংক করে দেবেন) ওয়েবসাইট থেকে।