শুক্রবার , ১৭ই মে, ২০২৪ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ , ৮ই জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > মিটফোর্ডে নকল সুরক্ষা সামগ্রী মজুত : র‌্যাবের অভিযান

মিটফোর্ডে নকল সুরক্ষা সামগ্রী মজুত : র‌্যাবের অভিযান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাবসহ নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি জানান, অভিযান চলছে, এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে আইসোপ্রোপলি অ্যালকোহল দিতে হয়। কিন্তু ফ্লেভার, রং এবং স্পিরিট মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় নকল হ্যান্ডরাব কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। ওই কারখানা থেকে প্রায় লক্ষাধিক বোতল নকল হ্যান্ডরাব জব্দ করেন ও তিনজনকে কারাদণ্ড এবং একজনকে আর্থিক জরিমানা করেন।