রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > মিশর সফরে মার্কিন দূত

মিশর সফরে মার্কিন দূত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা গতকাল ভোরে মিশর পৌঁছেছেন। মিশরের প্রসিকিউটর শীর্ষ ১৪ ইসলামিক নেতার সম্পদ জব্দ করার নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পরই আন্ডার সেক্রেটারি অব স্টেট বিল বার্নস কায়রো পৌঁছান। এদিকে মিশরের অন্তর্র্বতী সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুুরসিকে উৎখাতের পর সেখানে সফরকারী প্রথম মার্কিন প্রতিনিধি বিল বার্নস মঙ্গলবার পর্যন্ত অবস্থান করবেন। তিনি সব ধরনের সহিংসতা পরিহার করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে মতা হস্তান্তরের ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী উৎখাত করায় সারা বিশ্বের উদ্বেগের পরিপ্রেেিত বার্নসের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রশাসন অবশ্য এখনও মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে কিনা- এব্যাপারে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি। এদিকে মিশরের অন্তর্র্বতী সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। ব্রাদারহুড অবশ্য নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকার করেছে। রণশীল আল নূর পার্টিও অন্তর্র্বতী সরকারে যোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দলের মুখপাত্র নাদের বাক্কার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা কেবল একটি নির্বাচিত সরকারের মন্ত্রী সভাতেই যোগ দেবেন। রোববার অন্তর্র্বতী সরকারের প্রধানমন্ত্রী আজেম আল-বেবলাবি ওয়াশিংটনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত নাবিল ফাহমিকে পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বব্যাংকের বর্ষীয়ান অর্থনীতিবিদ আহমেদ গালালকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। উদারপন্থি নেতা আলবারাদিকে পররাষ্ট্রবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বেবলাবি আজ বা আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। পাবলিক প্রসিকিউটরের নির্দেশে তদন্তের অংশ হিসেবে মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতৃবৃন্দের সম্পদ জব্দ করা হয়েছে।