রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > মিসরে সংঘর্ষ চলছেই, নিহত ১৬

মিসরে সংঘর্ষ চলছেই, নিহত ১৬

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ মিসরে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আজও দেশটিতে সংঘর্ষ ও সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শীর্ষ রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে আনা অভিযোগে বলা হচ্ছে, সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। যে সামরিক ভবনটিতে মুরসিকে বন্দি রাখা হয়েছে, তার বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ব্রাদারহুডের কর্মকর্তারা বলছেন, রিপাবলিকান গার্ড কম্পাউন্ডের বাইরে সহিংসতায় ৩৪ জন নিহত হয়েছেন। তবে অন্য কোন সূত্র থেকে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীদের একটি দল জোর করে সামরিক ভবনে ঢোকার চেষ্টা করেছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে ওই বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওই ঘটনায় এক সেনা কর্মকর্তাও নিহত হয়েছেন।