রবিবার , ১৯শে মে, ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১০ই জিলকদ, ১৪৪৫

হোম > বিনোদন > ম্যানচেস্টারে একই মঞ্চে আবার গাইবেন আরিয়ানা গ্রান্ডে

ম্যানচেস্টারে একই মঞ্চে আবার গাইবেন আরিয়ানা গ্রান্ডে

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
আবারও ম্যানচেস্টারে কনসার্ট করবেন মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। গত সপ্তাহের সোমবারে এই ম্যানচেস্টারের এরিনা স্টেডিয়ামেই আরিয়ানার কনসার্ট শেষে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত এবং আরো ৫৯ জন আহত হয়।

কনসার্ট শেষে ওই হামলার ঘটনায় বেশ ভেঙে পড়েছিলেন আরিয়ানা। ভক্তদের জন্য আবারও ওই একই মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুরের ঝড় তুলতে চান বলে জানিয়েছেন ২৩ বছর বয়সী এই গায়িকা।

শনিবার সামাজিক মাধ্যমে আরিয়ানা বলেছেন, ওই অনুষ্ঠানে পাওয়া টাকা বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, তার এই কনসার্টের নাম হবে ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ এবং এটি জুনের ৪ তারিখ রোববার অনুষ্ঠিত হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আরিয়ানা গ্রান্ডের এই কনসার্টে আরও বেশকিছু চমক থাকবে। এই চমকের মধ্যে থাকছে বেশকিছু জনপ্রিয় তারকাদের নাম।

সিএনএন’এর রিপোর্টে জানানো হয়, আরিয়ানা গ্রান্ডের এই কনসার্টে যোগ দেবেন জাস্টিন বিবার, কেটি পেরি, মাইলি সাইরাস, ফ্যারেল উইলিয়ামস এবং ‘ওয়ান ডাইরেকশন’ খ্যাত নাইয়েল হোরান।

উল্লেখ্য, হামলার পরের দিন বিধ্বস্ত আরিয়ানা সমস্ত অনুষ্ঠান বাতিল করে ফ্লোরিডায় নিজের বাড়িতে ফিরে যান। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তিনি মর্মাহত, তার মন ভেঙে গেছে।

তবে নিজের অব¯’ানের জন্য সমালোচনার মুখেও পড়েছেন নতুন প্রজন্মের এই হার্টথ্রব গায়িকা। ব্রিটেনের জনপ্রিয় ব্যক্তিত্ব ও সাংবাদিক পিয়ের্স মর্গান বলেন, ‘বাড়ি ফিরে না গিয়ে আরিয়ানার উচিত ছিল ওই সময়টা ব্রিটেনেই কাটানো।’

ম্যানচেস্টারে আবারো গাইতে চান বলে আরিয়ানা যে ঘোষণা দিয়েছেন তা সমালোচকদের বিরুদ্ধে পাল্টা জবাব বলে মনে করছেন তার ভক্তরা। সামাজিক মাধ্যমে আরিয়ানা জানিয়েছেন, ‘সে দিনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ রাখছি। যত দিন বাঁচব ওদের কথা ভাবব।’

সূত্র : সিএনএন