সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ , ১৬ই বৈশাখ, ১৪৩১ , ১৯শে শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সফল অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

ইহসানুল করিম জানান, সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থলে ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ন সুস্থ আছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

৫ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান।

তথ্যসূত্র: চ্যানেল আই , বিডিনিউজ