শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রেমিট্যান্স প্রেরণে শীর্ষে সৌদি আরব

রেমিট্যান্স প্রেরণে শীর্ষে সৌদি আরব

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চলতি ২০১৩-১৪ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে সৌদি আরব তার অবস্থান ধরে রেখেছে। সৌদির পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে রেমিট্যান্স প্রেরণকারী প্রায় সব দেশই আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে কম রেমিট্যান্স পাঠালেও কুয়েত, যুক্তরাষ্ট্র, ও যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স আসার পরিমাণ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্সের হিসেবে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া অন্যান্য সব দেশ থেকে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে। ২০১৩-১৪ অর্থবছরের তৃতীয় মাস (সেপ্টেম্বর) শেষে দেশে মোট ৩২৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগস্ট মাস পর্যন্ত যা ছিল যা ২২৪ কোটি ৪২ লাখ ডলার। আগষ্ট মাসে কুয়েত থেকে সাত কোটি ৭৬ লাখ ডলার আসলেও সেপ্টেম্বরে এসেছে আট কোটি ৫০ লাখ ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগস্টে এসেছিল ১৫ কোটি ৬৭ লাখ ডলার আর সেপ্টেম্বরে এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলার। একইভাবে যুক্তরাজ্য থেকে ছয় কোটি ৭৭ লাখ ডলার এবং সেম্পেম্বরে এসেছে আট কোটি ৩৭ লাখ ডলার। এছাড়া অন্যান্য দেশ থেকে আগষ্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে।

সেপ্টেম্বর মাস পর্যন্ত একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী দেশ সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি ৯১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।