শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > প্রবাস > লেবার পার্টির মনোনয়ন দৌড়ে টিউলিপ জয়ী

লেবার পার্টির মনোনয়ন দৌড়ে টিউলিপ জয়ী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ রোববার সন্ধ্যায় লেবার পার্টির ৯শ সদস্যের ভোটাভুটিতে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে বঙ্গবন্ধুর নাতনী, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী মনোনয়ন দৌড়ে জয়ী হয়েছেন। এ ভোটাভুটিতে টিউলিপ অন্য দুপ্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। টিউলিপের আরও দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যামডেন এর কাউন্সিলর স্যালি গিমসন এবং হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেন। মূলত এ তিনজনের মধ্য থেকে ৩১ বছর বয়সী টিউলিপ সিদ্দিকী জয়ী হয়ে আগামী সাধারণ নির্বাচনের টিকিট নিশ্চিত করলেন।

২০১০ সালে টিউলিপ প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি হবেন রোশনারা আলীর পর দ্বিতীয় বাঙালি ব্রিটিশ সংসদ সদস্য। উল্লেখ্য, রোশনারা আলী লেবার দলের বেথনাল গ্রিন বো এলাকার নির্বাচিত সংসদ সদস্য।

বর্তমানে টিউলিপ সিদ্দিকী ক্যামডেন বারার রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি ক্যামডেন কাউন্সিলের কমিউনিটিজ অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চ শিক্ষিতা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দক্ষিণ-পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিটচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর জš§গ্রহণ করেন। তিনি বাংলাদেশ, ব্র“নাই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটিয়েছেন। পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে চলে আসেন এবং এ-লেভেল সম্পন্ন করেন। টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যের ওপর আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং কিংস কলেজ অব লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গভর্নমেন্টের ওপর দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফিলিপ গাউড অ্যাসোশিয়েটস, সেভ দ্য চিলড্রেন, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের সাবেক লেবার এমপি ওনা কিং, টুটিং এলাকার লেবার এমপি ও সাবেক মন্ত্রী সাদেক খান, লেইটন ওয়ানস্টেড এলাকার সাবেক লেবার এমপি হেরি কোহেনের সঙ্গে কাজ করেছেন।

ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সদস্য ও এমপি টিসা জোয়েলের পলিসি এডভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেবার পার্টির ইয়ং লেবার অফিসার হিসেবে বর্তমানে কাজ করছেন টিউলিপ।

টিউলিপ সিদ্দিকী লেবার লিডার অ্যাড মিলিব্যান্ড-এর লিডারশিপ ক্যাম্পেইনের ফিল্ড ডেপুটি ডিরেক্টর ছাড়াও লন্ডন লেবার পার্টির প্রেস অফিসার, গ্রেটার লন্ডন অথরিটির রিসার্চার হিসেবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

লন্ডনের সুপরিচিত বাঙালি মুখ, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ এ মাবুদ এ সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়ায় বলেন, ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে বাঙালিদের ধীরে ধীরে অথচ দৃপ্ত পদক্ষেপে রোশনারার পর জনপ্রিয় ও অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল লেবার পার্টির রাজনীতির হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ফলে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আমরা আরও একজন এমপি পাওয়ার একটা পথ পেয়ে গেছিÑ টিউলিপ সিদ্দিকীর লেবার দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার মাধ্যমে। এভাবে যদি বাঙালি ধীরে ধীরে এগিয়ে যায়, অদূর ভবিষ্যতে আমরা হয়তো ব্রিটেনের মতো জায়গায় বাঙালি দু-একজন মিনিস্টারও পেয়ে যেতে পারি।