সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > জাতীয় > শাহজালালে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ জব্দ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিসর থেকে আগত মো. ইউসুফ (২৯) নামের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। জব্দকৃত ওষধের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।

সোমবার রাতে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল থেকে এসব ওষুধ জব্দ করা হলেও মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিম টিম।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম আমাদের সময় ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিসর থেকে আসা ওই যাত্রীর নিকট থেকে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ মূল্যবান ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তিনি আরো জানান, ওই যাত্রী ইথিহাড এয়ারলান্সের ইওয়াই২৫৮ ফ্লাইটে মিসর থেকে ঢাকায় এসে পৌঁছান। তারপর গ্রীণ চ্যানেলে তার ব্যাগ তল্লাশি করে এসব ঔষধ জব্দ করা হয়। এসব আমদানি নিষিদ্ধ ওষুধ রোগীর প্রেসকিপশন কিংবা ওষুধ প্রশাসনের পূর্বানুমিত ব্যতিত আমদানি নিষিদ্ধ। এ বিষয়ে ওই ব্যাক্তির বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।