সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ , ১৬ই বৈশাখ, ১৪৩১ , ১৯শে শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত থেকে রসুল মিয়া নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকার মেইন পিলার ৯১৫ নম্বরের ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে রসুল মিয়াসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশ করে। ভারতে অন্প্রুবেশকারীরা সটকে পড়লেও বিএসএফের হাতে আটক হন রসুল মিয়া ওরফে চল্টু। তাকে বিএসএফ বেদম মারপিট করেছে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটায়িনের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’