সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > স্থাপিত হচ্ছে ‘বিসিক শিল্প নগরী’

স্থাপিত হচ্ছে ‘বিসিক শিল্প নগরী’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মুদ্রণ শিল্পে উৎপাদন ক্ষমতা এবং পণ্য মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমপ্রতি বিসিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার ও পরিচালক রমা রানী রায় (পরিকল্পনা), মনসুর রাজা চৌধুরী (অর্থ), আবু তাহের খান (প্রযুক্তি) এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির শহীদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান তোফায়েল খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ মুদ্রণ শিল্পে নিয়োজিত প্রায় ৭ হাজার শিল্প-কারখানার মধ্যে ৪১৯টি শিল্প-কারখানার জন্য ‘বিসিক শিল্প নগরী’ স্থাপিত হচ্ছে। এর ফলে প্রায় এক লাখ ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তৈরি হবে আরও অধিক রপ্তানি সুবিধা। সূত্রটি জানায়, ঢাকার অদূরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০ একর জায়গায় এ নগরী স্থাপিত হবে। প্রাথমিক পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি টাকা। সরকার অনুমোদন দিলে প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ মুদ্রণ শিল্প সমিতি প্রদান করবে। প্রকল্পটির বাস্তবায়ন সময় ধরা হয়েছে চার বছর। এখানে অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন-কালভার্ট, বিদ্যুৎ, গ্যাস এবং পানি সরবরাহ সুবিধাসহ চার ধরনের ৪১৯টি শিল্প প্লট তৈরি করা হবে। অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, আগামী রোববার এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিএমএসএসের চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, আমাদের ২৯ বছরের সংগ্রামের ফলে মুন্সীগঞ্জে সমিতি নিজস্ব ঠিকানা খুঁজে পেয়েছে। এর মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠীর একটি বড় অংশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।