সোমবার , ১৩ই মে, ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ , ৪ঠা জিলকদ, ১৪৪৫

হোম > Uncategorized > ২০৩৫ সালের মধ্যে শিশুমৃত্যুর অবসান

২০৩৫ সালের মধ্যে শিশুমৃত্যুর অবসান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ২০৩৫ সালের মধ্যে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু অবসান করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ হ ম রুহুল হক।
রোববার সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় গত ৪০ বছরের মা ও শিশুমৃত্যু হার কমিয়ে আনা এবং স্বাস্থ্য উন্নয়নে দেশের অগ্রগতির ধারাবাহিকতার উপর ভিত্তি করে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাঁচ বছর বয়সী শিশুমৃত্যু হ্রাসের েেত্র গর্ব করার মতো সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে এ ল্যমাত্রা অর্জন করা সম্ভাব হবে।’
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, ‘সমাজ জীবনের উন্নতির েেত্র শিশুদের গুরুত্ব অপরিসীম। সেই কারণে শিশুমৃত্যু অত্যান্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে অন্যান্য দেশের তুলনায় দৃঢ়। আর শিশুমৃত্যু প্রতিরোধের েেত্র বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনি ই. কাইমস, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টিভ প্যাসকেল ভিলনোভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিন।