বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিশরের মতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে কায়রোয় অবস্থান কর্মসূচি পালনকারী বিক্ষোভদের হটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী-সমর্থিত অন্তর্র্বতী সরকারের মন্ত্রিসভা। এসব বিােভকারী এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে উল্লেখ করে সরকার বলেছে মুরসি সমর্থক এসব বিক্ষোভকারীকে হটাতে পুলিশ পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করবে। বুধবার টেলিভিশনে সমপ্রচারিত বিবৃতিতে অন্তর্র্বতী সরকার বলেছে, রাবা আল আদবিয়া এবং নাহদা স্কোয়ারের চলমান পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এ থেকে সৃষ্ট সন্ত্রাস বাদ আর সড়কে প্রতিবন্ধকতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বিধায় একে আর কোন ভাবেই মেনে নেয়া হবে না। এ সমস্ত ঝুঁকি সামাল দিয়ে এর অবসান ঘটাতে মন্ত্রিসভা পুলিশকে ক্রমান্বয়ে সব প্রয়োজনীয় পদপে গ্রহণের নির্দেশ নিয়েছে। তবে সরকারের এ নির্দেশ সত্ত্বেও মুরসি সমর্থকরা বৃহস্পতিবার সকালে রাবা আল আদবিয়া এবং নাহদা স্কোয়ারে মুরসির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। মিশরে সমাবেশের বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি জারির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ম্যারি হাফ এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন আমরা মিশরের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান দেখাতে সেখানকার অন্তর্র্বতী সরকার, কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছি। এদিকে মুরসিকে উৎখাতের পর প্রথম বিদেশী কূটনীতিক হিসেবে মিশর সফরকারী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ওয়েস্টারওয়েল বৃহস্পতিবার খেয়ালখুশি মতো বিচার পরিহার করতে মিশর কর্তৃপরে প্রতি আহ্বান জানিয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন প্রতিশোধপরায়ণ বা খেয়ালখুশি মতো বিচারে কোন ধরনের ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। দেশে আইন রয়েছে। সেটা সবার জন্যই সমান ভাবে প্রয়োগ হওয়া উচিত। এর আগে মিশর কর্তৃপ জানিয়েছিল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিসহ মুরসির পরে দুই আন্দোলনকারীকে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে বিচারের সম্মুখীন করা হচ্ছে। ৩রা জুলাইয়ের পর থেকে মুরসিকে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মতাচ্যুত করার প্রতিবাদে রাজধানীর দুটো স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছে মুরসির সমর্থক ও তার দল মুসলিম ব্রাদারহুড সদস্যরা। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত শনিবার অন্তত ৮০ জন মুরসি সমর্থক নিহত হওয়ার পরও তারা মাঠ ছাড়েনি। মুরসিকে মতায় পুনর্বহাল না করা পর্যন্ত তারা বিােভ চালিয়ে যাবে বলে জানিয়েছে। এ পরিস্থিতিতে মিশর মন্ত্রিসভার ওই নির্দেশের পর সেখানে নতুন করে বড় ধরনের রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে।